kalerkantho

শনিবার । ৯ ফাল্গুন ১৪২৬ । ২২ ফেব্রুয়ারি ২০২০। ২৭ জমাদিউস সানি ১৪৪১

পদবি পরিবর্তনের দাবিতে বাকাসসের কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

২৯ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপ্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার পরও পদবি পরিবর্তন না হওয়ায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত সহকারীদের সংগঠন বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) কর্মবিরতি পালন করেছে।

মঙ্গলবার কর্মস্থলের হাজিরাখাতায় স্বাক্ষর করে সকাল থেকে ৪ ঘণ্টা কর্মবিরতি পালন করেন তাঁরা। সোমবার কর্মবিরতি পালন শুরু হয়। দাবি আদায় না হলে আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে তিন দিনব্যাপী পূর্ণ দিবস কর্মবিরতি পালনসহ অফিস চত্বরে অবস্থান কর্মসূচির ঘোষণা করা হয়।

মঙ্গলবার সকালে বাকাসস চট্টগ্রাম জেলা সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে  ও  সাধারণ সম্পাদক এস এম আরিফ হোসেনের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন স্বদেশ শর্মা, উদয়ন কুমার বড়ুয়া, আলী আজম খান, নুরুল মুহাম্মদ কাদের, স্বপন কুমার দাশ, মো. জাহাঙ্গীর আলম, নিউটন বড়ুয়া, নাজিম উদ্দিন চৌধুরী, আবদুল মন্নান বেগম সাদিয়া নুর, সাহেদুল ইসলাম, অপর্ণা দাশ, শুভ্রা চাকমা, কাজলী দেবী প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা