জেলার দীঘিনালায় বিদ্যুতায়িত হয়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। নিহত খোরশেদ আলম (১৯) উপজেলার কবাখালি ইউনিয়নের মুসলিমপাড়া গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে এবং দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিল। নিহতের বড় ভাই নুরুল আমিন জানান, খোরশেদ গতকাল দুপুরে বাড়ির পাশের পুকুরে নেমে বৈদ্যুতিক বাল্ব লাগানোর সময় এ দুর্ঘটনার শিকার হয়। তিনি আরো জানান, পুকুরের একটি বাল্ব কয়েক দিন আগে নষ্ট হয়ে যায়, ঘটনার দিন সে সেটি পরিবর্তন করতে গিয়েছিল। বিদ্যুায়িত হয়ে খোরশেদ পুকুরের পানিতে পড়ে যায়। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। দীঘিনালা থানার অফিসার ইনচার্জ উত্তম চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য