kalerkantho

মঙ্গলবার । ১২ মাঘ ১৪২৭। ২৬ জানুয়ারি ২০২১। ১২ জমাদিউস সানি ১৪৪২

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ২০ মাঝিমাল্লা

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি   

২৫ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ২০ মাঝি-মাল্লা চার দিন ধরে নিখোঁজ আছেন। এঁদের মধ্যে দুজনের বাড়ি চট্টগ্রামের মীরেরসরাই উপজেলায়। বাকিদের বাড়ি নোয়াখালীতে।

বোটের মালিক আবদুল হামিদ জানান, গত ১৬ জানুয়ারি তাঁর মালিকানাধীন এফবি বাকলিয়া-১ নিয়ে ২০ মাঝি-মাল্লা উপকূল থেকে মাছ শিকারের উদ্দেশ্যে বের হন। গত ২১ জানুয়ারি কক্সবাজারের সেন্ট মার্টিনসের পশ্চিমে বোটটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এর পর থেকে আর খোঁজ মেলেনি মাঝি-মাল্লাসহ বোটটির। গত ১৯ জানুয়ারি বোটের মাঝি চট্টগ্রামের মিরেরসরাই উপজেলার মো. বেলাল মুঠোফোনে জানান, বোটের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। এরপর ২১ জানুয়ারি বিকেলে বোটের মাঝি বেলাল ও ড্রাইভার মাকসুদ জানান, বোটসহ তাঁরা কক্সবাজারের সেন্ট মার্টিনসের পশ্চিমে অবস্থান করছেন। এরপর চার দিন ধরে বোটের মাঝি-মাল্লাদের কোনো খোঁজ মিলছে না।

আবদুল হামিদ আরো জানান, মাছ ধরার এই ফিশিং বোটে ২০ মাঝি-মাল্লা ছাড়াও বোটসহ ৮০ লাখ টাকার মালামাল আছে। এ ঘটনা জানাজানি হলে মাঝি-মাল্লার পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা