kalerkantho

বৃহস্পতিবার । ১৪ ফাল্গুন ১৪২৬ । ২৭ ফেব্রুয়ারি ২০২০। ২ রজব জমাদিউস সানি ১৪৪১

আগুনে পুড়ল ৯ দোকান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

২৪ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনগরের ফিশারিঘাট এলাকায় আগুনে নয়টি দোকান পুড়ে গেছে। এতে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি। গতকাল বৃহস্পতিবার সকালে পুরাতন ফিশারিঘাট এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নন্দনকানন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান বলেন, ‘সকাল ছয়টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের নন্দনকানন ও লামার বাজার স্টেশনের চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে সোয়া আটটার দিকে আগুন নেভায়। আগুনে নয়টি দোকান পুড়ে অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়। তবে কেউ হতাহত নেই।’

পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে চায়ের দোকান, কম্পিউটার, কাঠ, কাপড়ের দোকান রয়েছে।

প্রাথমিক অনুসন্ধানে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগার কথা জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তা মান্নান।

মন্তব্যসাতদিনের সেরা