kalerkantho

শনিবার । ১৬ ফাল্গুন ১৪২৬ । ২৯ ফেব্রুয়ারি ২০২০। ৪ রজব জমাদিউস সানি ১৪৪১

নানুপুর স্কুলে পুনর্মিলনী

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি   

২০ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেফটিকছড়ি নানুপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের তিন যুগপূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান  শনিবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ার ও সবুক্তগীন ছিদ্দিকী মক্কী, জেলা পষিদ সদস্য আখতার উদ্দীন মাহমুদ পারভেজ, উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বখতিয়ার সাইদ ইরান। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন মুহুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ জানে আলম, ইঞ্জিনিয়ার মুহাম্মদ হারুনুর রশীদ, সাবেক উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দীন চৌধুরী প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা