kalerkantho

শনিবার । ১৬ ফাল্গুন ১৪২৬ । ২৯ ফেব্রুয়ারি ২০২০। ৪ রজব জমাদিউস সানি ১৪৪১

খাবার খেয়ে অসুস্থ ২৮ পুলিশ

ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে ভর্তি

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি   

২০ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেচট্টগ্রাম নগরের হালিশহর ছোটপুলে জেলা পুলিশ লাইনে খাবার খেয়ে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ২৮ পুলিশ সদস্য।

উন্নত চিকিৎসার জন্য তাঁদেরকে সীতাকুণ্ডের ফৌজদারহাট বিআইটিআইডি (বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ কনস্টেবল মো. কায়ছার জানান, শনিবার দুপুরে চট্টগ্রাম নগরের হালিশহর ছোটপুলে জেলা পুলিশ লাইনে কর্মরত পুলিশ সদস্যরা খাবার খাওয়ার পর থেকে কারো পেট ব্যথা, কারো বমি, পাতলা পায়খানাসহ বিভিন্ন সমস্যা দেখা দেয়। এর পর রাতে আবার নিয়মিত খাবার হিসেবে রুটি ও ডাল খান তাঁরা। এর পর একের পর একজন ডায়রিয়ায় আক্রান্ত হতে থাকেন। এভাবে অতিরিক্ত ডায়রিয়া, বমি শুরু হওয়ায় ২৮ জন পুলিশ সদস্যকে সীতাকুণ্ডের ফৌজদারহাটে বিআইটিআইডিতে ভর্তি করা হয়। সেখানে সবাই এখনো চিকিৎসাধীন রয়েছেন।

জেলা পুলিশ লাইনের মেডিক্যাল ইন্সট্রাক্টর মো. নাসির উদ্দিন কালের কণ্ঠকে বলেন, ‘রাতে খাবারের পর সমস্যা দেখা দিলে পুলিশ সুপারের নির্দেশে সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়।’

হাসপাতালটির ইনফেকশাস ডিজিজ বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মামুনুর রশিদ বলেন, ‘হাসপাতালে মোট ২৮ জন পুলিশ সদস্য ভর্তি হয়েছেন। তাঁরা বমি, ডায়রিয়া, পেট ব্যথায় আক্রান্ত।’

রবিবার বিকেলে তিনি কালের কণ্ঠকে বলেন, ‘খাদ্যে বিষক্রিয়ার ফলে এই সমস্যা হতে পারে। তবে এখন সবার অবস্থার উন্নতি হয়েছে।’

মন্তব্যসাতদিনের সেরা