kalerkantho

বুধবার । ১০ অগ্রহায়ণ ১৪২৭। ২৫ নভেম্বর ২০২০। ৯ রবিউস সানি ১৪৪২

মাটিরাঙায় ভুয়া চিকিৎসক ধরা

মাটিরাঙা (খাগড়াছড়ি) প্রতিনিধি   

১৯ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদীর্ঘদিন ধরে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয়ে চিকিৎসা দিয়ে আসছিলেন সিফাত হাসান শাহিন।

এক বছরেরও বেশি সময় ধরে নিজেকে এমবিবিএস (ঢাকা), বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস (মেডিসিন) ও সিসিডি (বারডেম) মেডিসিন বিশেষজ্ঞ পরিচয় দিয়ে খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলা পরিষদের সামনে চেম্বার খুলে রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন তিনি। অবশেষে ধরা পড়লেন সেই ভুয়া চিকিৎসক।

শনিবার দুপুরে শাহিনের চেম্বারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাটিরাঙা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভীষণ কান্তি দাশ। এ সময় তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

শাহিন ঢাকার কদমতলী দনিয়া এলাকার সওদাগর বাড়ির মো. জজ মিয়ার ছেলে।

 

 

মন্তব্যসাতদিনের সেরা