শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে ২৬২ কার্টন সিগারেট জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। ওই যাত্রী শারজাহ থেকে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে চট্টগ্রামে আসেন। শুক্রবার রাত ১০টায় এ অভিযান চালায় বিমানবন্দরের কাস্টমস কর্তৃপক্ষ।
বিমানবন্দর সূত্র জানায়, শারজাহ থেকে চট্টগ্রামে আসা যাত্রী ও হাটহাজারীর বাসিন্দা আমিনুল হকের ব্যাগে ইজি লাইট ব্র্যান্ডের সিগারেট পাওয়া গেছে। পরে সিগারেটগুলো জব্দ করা হয়। একই দিন সকালেও অন্য এক যাত্রীর কাছ থেকে ১২০ কার্টন সিগারেট জব্দ করা হয়।
মন্তব্য