kalerkantho

শনিবার । ১৪ চৈত্র ১৪২৬। ২৮ মার্চ ২০২০। ২ শাবান ১৪৪১

নতুন চিকিৎসকদের সংবর্ধনা নোয়াখালীতে

নোয়াখালী প্রতিনিধি   

১৭ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনোয়াখালী জেনারেল হাসপাতালসহ জেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৯তম বিসিএসে নিয়োগপ্রাপ্ত নোয়াখালীর ৯২ চিকিৎসককে সংবর্ধনা দিয়েছে স্বাধীনতা চিকিৎসা পরিষদ (স্বাচিপ) ও জেলা বিএমএ। বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ওই অনুষ্ঠানে নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিক্যাল কলেজের পদোন্নতিপ্রাপ্ত ২৮ জন সহকারী ও সহযোগী অধ্যাপককেও সংবর্ধনা দেওয়া হয়।

নোয়াখালী বিএমএর সভাপতি ডা. এম এ নোমানের সভাপতিত্বে ও স্বাচিপ নোয়াখালীর সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। আরো বক্তব্য দেন নোয়াখালী সদর উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন জেহান, নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. খলিল উল্লাহ্, ম্যাটস্ অধ্যক্ষ ডা. বিধান সেনগুপ্ত, জেলা সিভিল সার্জন ডা. মো. মমিনুর রহমান, নবাগত ডাক্তার মেহেদি হাসান প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা