সীতাকুণ্ডে চট্টগ্রাম উত্তর বন বিভাগের ফৌজদারহাট বিট-কাম-চেক স্টেশনের কর্মকর্তারা অভিযান চালিয়ে তিন লক্ষ টাকার সেগুন কাঠসহ একটি কাভার্ড ভ্যান আটক করেছেন। বৃহস্পতিবার ভোরে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদামবিবিরহাটে বিট স্টেশন এলাকায় চেকপোস্ট বসিয়ে কাভার্ড ভ্যানটি আটক করা হয়।
ফৌজদারহাট বিট-কাম-চেক স্টেশনের স্টেশন কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেগুন কাঠ পাচারের খবর পেয়ে অফিসের সামনে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশিকালে ঢাকামুখী একটি কাভার্ড ভ্যানে অবৈধ তিন লাখ টাকার সেগুন কাঠ পাওয়া যায়। তবে কাঠ আটকের সময় কাভার্ড ভ্যানচালক ও তাঁর সহযোগী পালিয়ে যায়।
মন্তব্য