kalerkantho

বুধবার । ৫ কার্তিক ১৪২৭। ২১ অক্টোবর ২০২০। ৩ রবিউল আউয়াল ১৪৪২

মুক্তিযুদ্ধের স্বপক্ষের আলেম সমাজকে হয়রানির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

১৭ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেইসলামী বক্তা মুহাম্মদ মাহবুবুল আলম আলকাদেরী ওরফে নুরে বাংলার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক মিথ্যা’ মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তির জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে আহলে সুন্নাত ওয়াল জামা’য়াত। বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংগঠনের চট্টগ্রাম উত্তর জেলার সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের চট্টগ্রাম মহানগর আহ্বায়ক মাওলানা কাযী মুহাম্মদ আবুল ফোরকান হাশেমী।

লিখিত বক্তব্যে বলা হয়, জামায়াত-শিবিরের মদদপুষ্ট একটি গোষ্ঠী মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার স্বপক্ষের আলেম সমাজকে হয়রানি করছে। মাওলানা নুরে বাংলার বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলাও ষড়যন্ত্রেরই অংশ।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আহলে সুন্নাত ওয়াল জামা’য়াতের কেন্দ্রীয় মহাসচিব পীরে তরিক্বত আল্লামা আবুল কাশেম নূরী। আরো উপস্থিত ছিলেন সংগঠনের কো-চেয়ারম্যান আল্লামা আবু সুফিয়ান আবেদী আলকাদেরী, প্রেসিডিয়াম সদস্য ইব্রাহীম আলকাদেরী, আল্লামা মোদাচ্ছের হাশেমী, মুহাম্মদ মুছা, মুহাম্মদ মিয়া জুনায়েদ প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা