kalerkantho

মঙ্গলবার । ৯ অগ্রহায়ণ ১৪২৭। ২৪ নভেম্বর ২০২০। ৮ রবিউস সানি ১৪৪২

আ. লীগ নেতাদের ঐক্যবদ্ধ ভূমিকার প্রশংসায় প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

১৭ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআ. লীগ নেতাদের ঐক্যবদ্ধ ভূমিকার প্রশংসায় প্রধানমন্ত্রী

গণভবনে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা জানান চট্টগ্রাম-৮ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোছলেম উদ্দীন আহমদ। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৃহস্পতিবার দুপুরে গণভবনে সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-নগর আংশিক) আসনে উপনির্বাচনে বিজয়ী মোছলেম উদ্দীন আহমদ। এ সময় চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন তাঁর সঙ্গে ছিলেন।

মেয়র আ জ ম নাছির বলেন, ‘সাক্ষাতকালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় মোছলেম উদ্দীন আহমদকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। প্রায় ঘণ্টাব্যাপী সাক্ষাতে প্রধানমন্ত্রী উপনির্বাচনে চট্টগ্রামে আওয়ামী লীগ নেতাদের ঐক্যবদ্ধ ভূমিকার প্রশংসা করেন। প্রধানমন্ত্রী বলেছেন, দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে জয় যে নিশ্চিত হয়, এটাই তার প্রমাণ।’

সাক্ষাতকালে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া,  কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি অ্যাডভোকেট বলরাম পোদ্দার ও শাহজাদা মহিউদ্দিন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল চ্যাটার্জি প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য