kalerkantho

মঙ্গলবার । ৫ ফাল্গুন ১৪২৬ । ১৮ ফেব্রুয়ারি ২০২০। ২৩ জমাদিউস সানি ১৪৪১

চট্টগ্রামে আন্তর্জাতিক সুন্নি সম্মেলন শুরু

ধর্ম নিয়ে উস্কানিমূলক তৎপরতা রোখার ডাক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

১৭ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেধর্ম নিয়ে উস্কানিমূলক তৎপরতা রোখার ডাক

নগরে গতকাল সুন্নি সম্মেলনের উদ্বোধনী দিনে অতিথিরা। ছবি : কালের কণ্ঠ

নগরের লালদিঘি ময়দানে আহলে সুন্নাত সম্মেলন সংস্থা ওএসি বাংলাদেশ-এর তিন দিনব্যাপী আন্তর্জাতিক সুন্নি সম্মেলন শুরু হয়েছে। বৃহস্পতিবার বাদে মাগরিব উদ্বোধনী দিনে জিকরে মুস্তফা (সা.) মাহফিলে বিভিন্ন ইসলামী সাংস্কতিক ফোরামের শায়ের হামদ ও না’তে রাসুল (সা.) পরিবেশন করেন। আল্লামা শাহ নূর মোহাম্মদ আলকাদেরীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআত স্ট্যান্ডিং কমিটির সদস্য মাওলানা স উ ম আবদুস সামাদ। সম্মেলন উদ্বোধন করেন রাজনীতিবিদ অধ্যক্ষ তৈয়ব আলী।

সম্মেলনে বক্তারা ধর্মের নামে হানাহানি ও উস্কানিমূলক তৎপরতা রুখতে আলেম সমাজসহ সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান। তাঁরা অবিলম্বে সুন্নি আলেম মাহবুবুল হক নূরে বাংলার নিঃশর্ত মুক্তি দাবি করেন।

এতে স্বাগত বক্তব্য দেন ওএসির সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ মুঈন উদ্দিন আশরাফী, আহলে সুন্নাত ওয়াল জমা’আত মুখপাত্র অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার, উপাধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ নুরুল আমিন, অধ্যক্ষ বদিউল আলম রেজভী, আল্লামা গোলামুর রহমান আশরফ শাহ্, মুহাম্মদ আব্দুল্লাহ, মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন, মাওলানা ইকবাল হোসাইন আলকাদেরী প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা