kalerkantho

মঙ্গলবার । ২৮ জানুয়ারি ২০২০। ১৪ মাঘ ১৪২৬। ২ জমাদিউস সানি ১৪৪১     

সংক্ষিপ্ত

‘বঙ্গবন্ধু বিচক্ষণ নেতা ছিলেন’

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি   

১৪ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আলোচনাসভা সোমবার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। ড. মো. রবিউল আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ড. মো. রেজাউল করিম, ড. মো. মইনুল ইসলাম, ড. জামাল উদ্দিন আহম্মদ ও ড. মোহাম্মদ মশিউল হক। বক্তব্য দেন অধ্যাপক কাজী দেলোয়ার হোসেন, ড. মোহাম্মদ কামরুল হাছান, ড. মোহাম্মদ সামসুল আরেফিন, প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম ও মো. আব্দুল আল হান্নান। প্রধান অতিথি বলেন, ‘বঙ্গবন্ধু একজন দূরদৃষ্টিসম্পন্ন ও বিচক্ষণ নেতা ছিলেন। সমসাময়িক সকল বিশ্বনেতারা তাঁকে একজন ভিশনারি লিডার হিসেবে সমীহ করতেন।’

মন্তব্যসাতদিনের সেরা