kalerkantho

বুধবার । ২২ জানুয়ারি ২০২০। ৮ মাঘ ১৪২৬। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪১     

বান্দরবানে সাফ গেমস বিজয়ীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান   

১৬ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসদ্য সমাপ্ত সাফ (এস এ) গেমসে বাংলাদেশের প্রতিনিধি হয়ে কারাতে এবং খো খো ইভেন্টে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক বিজয়ীদের সংবর্ধনা দিয়েছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ। রবিবার বিকেলে স্থানীয় অরুণ সারকী টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যশৈহ্লা সভাপতিত্বে অনুষ্ঠানে বান্দরবানের জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন, বান্দরবান পৌরসভার মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী এবং সেনাবাহিনীর বান্দরবান সদর জোন কমান্ডিং অফিসার লে. কর্নেল রাহী বক্তব্য দেন।

অনুষ্ঠানে স্বর্ণ বিজয়ীদের প্রত্যেককে নগদ ১ লাখ টাকা, রৌপ্য বিজয়ীদের প্রত্যেককে নগদ ৩০ হাজার টাকা এবং ব্রোঞ্জ বিজয়ীদের প্রত্যেককে নগদ ২০ হাজার টাকা করে প্রদান করা হয়।

মন্তব্যসাতদিনের সেরা