kalerkantho

সোমবার। ২৭ জানুয়ারি ২০২০। ১৩ মাঘ ১৪২৬। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪১     

চবিতে বিএনসিসির ৫২ বছর পূর্তি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

১৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সেনা শাখার ৫২ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে দিনব্যাপী এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

বিশেষ অতিথি ছিলেন চবির ১১ বিএনসিসির কমান্ডিং অফিসার ড. এম শফিকুল আলম এবং মেজর ড. মো. শওকতুল মেহের। 

উপাচার্য বলেন, ‘বিএনসিসি একটি তারুণ্যনির্ভর এবং দেশের দ্বিতীয় সারির প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে সুশৃঙ্খল বাহিনী হিসেবে পরিচিত। দেশ-জাতির যেকোনো দুর্যোগপূর্ণ মুহূর্তে সরকারি-বেসরকারি সংস্থার পাশাপাশি মানবতার সেবায় উদ্বুদ্ধ হয়ে বিএনসিসি সদস্যদের সক্রিয় অংশগ্রহণ মানুষের মনে আশার সঞ্চার করে।’

তিনি আরো বলেন, ‘দীর্ঘ ৫২ বছরের পথচলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিএনসিসি সেনা শাখার ক্যাডেটরা পড়ালেখার পাশাপাশি তাদের সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে পেরেছে। এটি অত্যন্ত আনন্দের ও গৌরবের। পরে উপাচার্য সিনিয়র ক্যাডেটদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন।’

বিএনসিসির এক্স সেন্ট্রাল ক্যাডেট অ্যাডজুটেন্ট খায়রুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে এবং এক্স ক্যাডেট অ্যাডজুটেন্ট খন্দকার মহিবুল হক ও এক্স ক্যাডেট আন্ডার অফিসার নিলুফা ইয়াসমীন জলির সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এক্স ক্যাডেট অ্যাডজুটেন্ট মো. নুরুল ইসলাম। বক্তব্য দেন সিনিয়র ক্যাডেট সেকেন্ড সার্জেন্ট ইনচার্জ এ টি এম নুরুল আলম।

মন্তব্যসাতদিনের সেরা