kalerkantho

সোমবার । ২০ জানুয়ারি ২০২০। ৬ মাঘ ১৪২৬। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪১     

দীঘিনালায় পেঁয়াজের কেজি ৪৫ টাকা

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি   

১১ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদীঘিনালায় টিসিবির ডিলারের মাধ্যমে ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা সদরে বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ। প্রতি কেজি পেঁয়াজ ৪৫ টাকা দরে বিক্রি করা হচ্ছে।

খবর পেয়ে সকাল থেকে স্থানীয় লোকজন কম দামে পেঁয়াজ কেনার জন্য লাইনে দাঁড়ান। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ও বেড়ে যায়। জনপ্রতি এক কেজি করে পেঁয়াজ কেনার সুযোগ পান সবাই।

উপজেলা সদরের ওয়ার্ড মেম্বার মোবারক হোসেন বলেন, ‘বাজারে পেঁয়াজের অতিরিক্ত মূল্যের কারণে মানুষ হিমশিম খাচ্ছে। এমন সময়ে ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রি প্রশংসার দাবিদার।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে এক টন পেঁয়াজ এসেছে।

মন্তব্যসাতদিনের সেরা