kalerkantho

শনিবার । ২৫ জানুয়ারি ২০২০। ১১ মাঘ ১৪২৬। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪১     

সন্দ্বীপে শ্রমিক লীগের নতুন কমিটি নিয়ে দলাদলি

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি   

৮ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে‘গঠনতন্ত্র লঙ্ঘন’ করে জাতীয় শ্রমিক লীগ সন্দ্বীপ উপজেলা শাখার সদ্য গঠিত পূর্ণাঙ্গ কমিটি গঠনের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে। সংগঠনের সন্দ্বীপ উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মো. মানিকের নেতৃত্বে গত বৃহস্পতিবার সকালে সন্দ্বীপ সদরের গুরুত্বপূর্ণ সড়কে ওই কর্মসূচি পালন করা হয়।

উপজেলা সদরের মন্নান মার্কেট চত্বরে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন মো. মানিক, মো. হাসান, আবুল খায়ের বাদশা প্রমুখ। মো. মানিক বলেন, ‘সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠনের বিষয়ে আমি কিছু জানি না। পত্রিকায় প্রেস বিজ্ঞপ্তি দেখে ক্ষুব্ধ হয়েছি কারণ দলের এমন কোনো দৈন্যতা সৃষ্টি হয়নি যে চট্টগ্রামে কোনো হোটেলে বসে গোপনে কমিটি করতে হবে। অগঠনতান্ত্রিকভাবে কোনো কমিটি হলে সাধারণ শ্রমিকরা তা মেনে নেবে না।’

স্থানীয় সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা বলেন, ‘কথিত পূর্ণাঙ্গ কমিটি বিষয়ে আমি কিছুই জানি না। জেলা আওয়ামী লীগের সন্মেলনের পরে বিষয়টি নিয়ে আমরা বসব।’

ঘোষিত নতুন কমিটির সভাপতি শেখ মো. শামীম বলেন, ‘জেলা কমিটির মাধ্যমে নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এটিই বৈধ কমিটি।’

মন্তব্যসাতদিনের সেরা