kalerkantho

শনিবার । ২৫ জানুয়ারি ২০২০। ১১ মাঘ ১৪২৬। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪১     

দর্শক মাতাল ‘ফেনীর ঢোল’

ফেনী প্রতিনিধি   

৮ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদর্শক মাতাল ‘ফেনীর ঢোল’

ফেনী মুক্ত দিবসে শহীদ মিনার চত্বরে অনুষ্ঠানে ‘ফেনীর ঢোল’ শিল্পীদের পরিবেশনা। ছবি : কালের কণ্ঠ

৬ ডিসেম্বর ছিল ঐতিহাসিক ফেনী মুক্ত দিবস এবং দেশের লোকজ সংগীতের গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী, মরমী কবি হাসন রাজার ৯৭তম মৃত্যুবার্ষিকী। ২০১৬ সালে একই দিনে ‘ঐতিহ্যের সাথে শেকড়ের বুনন’ থিম্ স্লোগান নিয়ে জন্ম নিয়েছিল আঞ্চলিক ও লোকজ গানের চর্চা কেন্দ্র ‘ফেনীর ঢোল’।

এ উপলক্ষে সংগঠনটি গত শুক্রবার ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিকেল ৫টা থেকে উন্মুক্ত কনসার্টের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান, জহুর ফাউন্ডেশনের চেয়ারম্যান ইফতেখার ইসলাম প্রমুখ।

‘ফেনীর ঢোল’ এর শিল্পীরা গভীর রাত পর্যন্ত আঞ্চলিক ও লোকজ গানের মূর্ছনায় হাজার হাজার দর্শক মাতিয়ে রাখেন।

মন্তব্যসাতদিনের সেরা