kalerkantho

রবিবার । ১৯ জানুয়ারি ২০২০। ৫ মাঘ ১৪২৬। ২২ জমাদিউল আউয়াল ১৪৪১     

সীতাকুণ্ডে মেঘমল্লার খেলাঘরের কর্মশালা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি   

৭ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচট্টগ্রামের সীতাকুণ্ডে মেঘমল্লার খেলাঘরের আয়োজনে দক্ষতা উন্নয়ন বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ইপসা মানবসম্পদ কেন্দ্রের বীর মুক্তিযোদ্ধা এ কে এম মফিজুর রহমান মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বিভিন্ন পর্বে বাংলাদেশ : ইতিহাস ও ঐতিহ্য, চতুর্থ শিল্প বিপ্লবে খেলাঘর সংগঠকদের ভূমিকা, খেলাঘরের গঠনতন্ত্র ও ঘোষণাপত্র, খেলাঘর কী ও কেন করব, শিক্ষা সাংস্কৃতিক কার্যক্রমের সমন্বয়, বিভাগীয় সম্পাদকের কর্মকৌশল ও করণীয়, সংবাদ লিখন ও রিপোর্টিং বিষয়ে ৫১ জন সংগঠককে প্রশিক্ষণ দেওয়া হয়। এতে প্রশিক্ষক হিসেবে খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য সাংবাদিক এম নাসিরুল হক, ইপসার প্রধান নির্বাহী আরিফুর রহমান, খেলাঘর চট্টগ্রাম মহানগরের সভাপতি অধ্যাপক ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। কর্মশালা শেষে খেলাঘর সীতাকুণ্ড উপজেলা শাখার সভাপতি তপন মজুমদারের সভাপতিত্বে ও সুজিত পালের সঞ্চালনায় প্রশিক্ষণ বিষয়ে সংগঠকদের মধ্যে উন্মুক্ত আলোচনা ও সনদপত্র বিতরণ করা হয়।

মন্তব্যসাতদিনের সেরা