kalerkantho

রবিবার । ১৯ জানুয়ারি ২০২০। ৫ মাঘ ১৪২৬। ২২ জমাদিউল আউয়াল ১৪৪১     

টেকনাফে পেঁয়াজ জালিয়াতির তদন্ত শুরু

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার   

৭ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেটেকনাফ স্থলবন্দর দিয়ে মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানিতে জালিয়াতির বিষয়ে তদন্ত শুরু হয়েছে। গতকাল শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. শাজাহান আলীর নেতৃত্বে গঠিত তিন সদস্যের তদন্তদল বন্দর এলাকায় সরেজমিনে এ কাজ শুরু করে। মো. শাজাহান বলেন, ‘প্রাথমিক তদন্তে যা দেখেছি তা রীতিমতো ভয়াবহ ব্যাপার। মিয়ানমার থেকে আমদানির জন্য ৫০ হাজার ডলারের যে ড্রাফট করা হয় বাস্তবে সে পরিমাণ টাকার কত এবং কী পরিমাণের পণ্য টেকনাফে পৌঁছে তা তদারকের কোনো বালাই নেই।’ তিনি আরো বলেন, তদন্তে আরো দুই দিন সময় বাকি রয়েছে, সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে দেখা হচ্ছে।

মন্তব্যসাতদিনের সেরা