kalerkantho

রবিবার । ১৯ জানুয়ারি ২০২০। ৫ মাঘ ১৪২৬। ২২ জমাদিউল আউয়াল ১৪৪১     

সংক্ষিপ্ত

সিলিন্ডার বিস্ফোরণে ছয়জন দগ্ধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

৭ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচট্টগ্রাম নগরীর নিউমুরিং এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে ওয়েস্টার্ন মেরিন ওয়ার্কশপে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন—নুরুল আলম (৩৪), ওসমান গণি (৪৫), রাজিব দাশ (৩০), রাকিব (১৮), আজম ও এনায়েত (২০)। ইপিজেড থানা পুলিশ জানায়, ওয়ার্কশপটির বাইরে সড়কের ওপর ওয়েল্ডিংয়ের কাজ করছিলেন শ্রমিকরা। হঠাৎ একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে ছয়জন দগ্ধ হন। দগ্ধদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের (চমেক) বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে পাঠানো হয়েছে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভুঁইয়া বলেন, ওয়েস্টার্ন মেরিন ওয়ার্কশপে কাজ করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ছয়জন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধরা বর্তমানে চমেক হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

মন্তব্যসাতদিনের সেরা