kalerkantho

রবিবার । ১৯ জানুয়ারি ২০২০। ৫ মাঘ ১৪২৬। ২২ জমাদিউল আউয়াল ১৪৪১     

‘আগামীর বাংলাদেশ শিশুদের হাতেই গড়ে উঠবে’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

৭ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, শিশুরা আমাদের অস্তিত্ব। তাদের হাতেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ। আজকের শিশুদের সঠিক, সুস্থ, সুন্দরভাবে গড়ে তুলতে হলে অভিভাবক, পরিবার, রাষ্ট্র, সমাজকে দায়িত্ব পালন করতে হবে।

গতকাল শুক্রবার সকালে আন্দরকিল্লা শেখ রাসেল স্মৃতি সংসদ আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সিটি মেয়র এ কথা বলেন।

মেয়র বলেন, ‘এই চট্টগ্রাম নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ স্থান আন্দরকিল্লা। এই আন্দরকিল্লা এলাকা ঘিরেই গোড়াপত্তন হয়েছে চট্টগ্রাম নগরী। চট্টগ্রাম মহানগরের ইতিহাস, ঐতিহ্যের সঙ্গে আন্দরকিল্লার নাম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এই এলাকাকে নগরের মডেল এলাকা হিসেবে গড়ে তুলতে আমার নানামুখী পরিকল্পনা আছে। আমাদের সবাইকে এই পরিকল্পনা বাস্তবায়নে ভূমিকা রাখতে হবে।’

শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি জাবেদুল আলম সুমনের সভাপতিত্ব ও হারুনুর রশীদ সানির সঞ্চালনায় অনুষ্ঠানে কোতোয়ালি থানা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আনিস মিয়া, প্রমুখ বক্তব্য দেন।

মন্তব্যসাতদিনের সেরা