kalerkantho

সোমবার। ২৭ জানুয়ারি ২০২০। ১৩ মাঘ ১৪২৬। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪১     

সংক্ষিপ্ত

মৃত্তিকা দিবসের আলোচনা

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান   

৬ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে বান্দরবান কালেক্টরেট সভাকক্ষে ‘মৃত্তিকার ক্ষয় রোধ: আমাদের ভবিষ্যত’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

বান্দরবান মৃত্তিকা সংরক্ষণ ও পানি বিভাজিকা ব্যবস্থাপনা কেন্দ্র (এসআরডিআই) এই কর্মসূচির আয়োজন করে।

জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম এতে প্রধান অতিথি ছিলেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর-বান্দরবানের উপ-পরিচালক কৃষিবিদ ড. এ কে এম নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় বান্দরবান সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামীম হোসেন এবং কৃষি সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনাসভার শুরুতে বান্দরবান মৃত্তিকা সংরক্ষণ ও পানি বিভাজিকা ব্যবস্থাপনা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মাহবুবুল ইসলাম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের ভূমি ক্ষয় পরিস্থিতি এবং এর ক্ষতি হ্রাস করার নানা কৌশল তুলে ধরেন।

বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে সকালে কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মন্তব্যসাতদিনের সেরা