সচেতন পুরুষ সমাজকেই নারীদের ওপর নির্যাতন বন্ধে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে নারীদেরকে আত্মনির্ভরশীল হয়ে সাহসিকতার সঙ্গে সমাজে অগ্রসর হতে হবে।
বুধবার সকালে খাগড়াছড়িতে সচেতনতামূলক সমাবেশে বক্তারা এসব মন্তব্য করেন।
খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির (কেএমকেএস) উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে টাউনহল প্রাঙ্গণে সমাবেশে বক্তব্য দেন খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুন নাহার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ, অ্যাডভোকেট সৃজনী ত্রিপুরা, উইমেন রিসোর্স নেটওয়ার্কের সমন্বয়কারী চিংমেপ্রু মারমা, সাংবাদিক আবু দাউদ, মারমা স্টুডেন্টস ফোরামের সভাপতি ক্যাফ্রুচাই মারমা। সভাপতিত্ব করেন কেএমকেএস এর নির্বাহী পরিচালক সেফালিকা ত্রিপুরা। সঞ্চালনা করেন গিতিকা ত্রিপুরা।
অনুষ্ঠানে চামেলী ত্রিপুরা,
বীনা ত্রিপুরা, স্বপ্না চাকমা তাঁদের জীবনের নানা স্মৃতির কথা তুলে ধরেন এবং সমাজে ফের তাঁদের প্রতিষ্ঠিত হওয়ার গল্প শোনান।
মন্তব্য