সীতাকুণ্ডের ভাটিয়ারীতে দিনমজুরকে গলাকেটে হত্যা করা হয়েছে। বুধবার সকালে একটি ধানক্ষেত থেকে তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম রফিকুল ইসলাম (৪০)। তিনি নাটোর জেলার সিরাইল থানার কুসুমদি আনন্দনগর গ্রামের শুকলাল প্রামাণিকের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় বসবাস করছিলেন।
জানা যায়, রফিকুল মঙ্গলবার রাত ৯টায় ভাড়া বাসা থেকে পানির পাম্প কেনার উদ্দেশ্যে বের হয়ে আর ফিরেননি। বুধবার সকালে পার্শ্ববর্তী রেললাইন সংলগ্ন ধানক্ষেতে তাঁর লাশ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে সীতাকুণ্ড থানার ওসি (ইন্টেলিজেন্স) সুমন বণিক দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান। তিনি জানান, ওই দিনমুজুরকে গলাকেটে হত্যা করা হয়েছে। ঘটনার পর তাঁর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি মামলা করতে চাচ্ছেন না। তাঁকে মামলা করার জন্য বলা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা বলেন, ‘এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।’
মন্তব্য