রবিবার । ০৮ ডিসেম্বর ২০১৯। ২৩ অগ্রহায়ণ ১৪২৬। ১০ রবিউস সানি ১৪৪১
এক পরিবারের ১০ সদস্যকে বেঁধে অস্ত্রের মুখে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। সোমবার গভীর রাতে সীতাকুণ্ড পৌরসভার দক্ষিণ ইদিলপুর ওয়ার্ডের দেলোয়ার হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
জানা যায়, সোমবার রাত আনুমানিক ২টার দিকে পৌরসভার ইদিলপুর দেলোয়ার হোসেন ও তাঁর ভাই হারুনের ঘরে একদল ডাকাত প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ঘরের আলমিরার তালা ভেঙে টাকা, স্বর্ণালঙ্কার লুট করে। ভুক্তভোগী দেলোয়ার ও হারুন সাংবাদিকদের জানান, সোমবার সন্ধ্যার পর কোনো এক সময় ডাকাত দলের একজন কৌশলে ঘরে প্রবেশ করে লুকিয়েছিল। পরে তার সহযোগিতায় অন্য ডাকাতরা ঢুকে ঘর লুট করে।
সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) মো. শামীম শেখ বলেন, ‘আসলে এটি ডাকাতি নয়, চুরি। ঘটনায় জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।’
মন্তব্য