রবিবার । ০৮ ডিসেম্বর ২০১৯। ২৩ অগ্রহায়ণ ১৪২৬। ১০ রবিউস সানি ১৪৪১
দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজার সাগরপাড়ে পর্যটকদের সেবা দিতে সোমবার ‘ট্যুরিস্ট হেল্প ডেস্ক’ উদ্বোধন করা হয়েছে। সাগরপাড়ের সুগন্ধা পয়েন্টে এটি স্থাপন করা হয়েছে।
পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন এটি উদ্বোধন করে বলেন, ‘কক্সবাজার শহরকে যানজটমুক্ত রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন। সকলের আন্তরিক সহযোগিতা পেলে পর্যটননগরীকে যানজটমুক্ত রাখা সম্ভব।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইকবাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) রেজওয়ান আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আদিবুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) বাবুল চন্দ্র বণিক, কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান কবির, কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. খাইরুজ্জামান ও হোটেল দ্য কক্স টুডের এজিএম আবু তালেব শাহ।
মন্তব্য