kalerkantho

বৃহস্পতিবার । ০৫ ডিসেম্বর ২০১৯। ২০ অগ্রহায়ণ ১৪২৬। ৭ রবিউস সানি ১৪৪১     

রায়পুরে গণপিটুনিতে ডাকাত নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি   

২৩ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেলক্ষ্মীপুরের রায়পুরে ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে মো. সোহেল (৩৩) নামের এক যুবক নিহত হয়েছে। এ সময় আরো পাঁচ ডাকাত আহত হয়। গতকাল শুক্রবার ভোরে উপজেলার বামনী ইউনিয়নের সাগরদী গ্রামে প্রবাসী মনিরের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত সোহেল চাঁদপুর জেলার হাইমচর এলাকার বাসিন্দা। আহতরা হলো লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরপাতা গ্রামের কাউসার, সদর উপজেলার শ্যামগঞ্জ গ্রামের মমিন, চররুহিতা গ্রামের সুমন, চররমণী গ্রামের ইব্রাহিম ও সবুজ। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর পুলিশ পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

থানা-পুলিশ জানায়, ভোররাতে সাগরী গ্রামের প্রবাসী মনিরের বসতঘরে ঢোকে ছয় ডাকাত। এ সময় ঘরের লোকজন চিৎকার দেয়। এতে আশপাশের লোকজন গিয়ে ডাকাতদের ঘেরাও করে গণপিটুনি দেয়।

মন্তব্যসাতদিনের সেরা