শনিবার । ০৭ ডিসেম্বর ২০১৯। ২২ অগ্রহায়ণ ১৪২৬। ৯ রবিউস সানি ১৪৪১
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সমপাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সমপাদক দিয়াজ ইরফান চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা বৃহসপতিবার অনুষ্ঠিত হয়। এতে বক্তারা দিয়াজের খুনিদের শাস্তির দাবি জানান।
কেন্দ্রীয় গ্রন্থাগার মিলনায়তনে চবি ছাত্রলীগের ব্যানারে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন আমির সোহেল, আবু সাঈদ মারজান, মো. শামীম, সাইফুল সুমন, অপূর্ব নন্দী টিটু প্রমুখ।
উল্লেখ্য, ২০১৬ সালে ২০ নভেম্বর ক্যাম্পাসের ২ নম্বর গেট এলাকার বাসা থেকে ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরীর লাশ উদ্ধার করে পুলিশ।
শুরু থেকেই এটিকে হত্যাকাণ্ড বলে দাবি করছে দিয়াজের পরিবার ও তাঁর অনুসারী নেতাকর্মীরা। তবে এখনো তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেননি তদন্ত কর্মকর্তারা।
মন্তব্য