kalerkantho

শনিবার । ১৪ ডিসেম্বর ২০১৯। ২৯ অগ্রহায়ণ ১৪২৬। ১৬ রবিউস সানি               

সাবেক চেয়ারম্যান সালামের স্মরণসভা

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি   

২২ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেফটিকছড়ি উপজেলার রাঙামাটিয়া ইউপির সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা এম এ সালামের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ফটিকছড়ি পৌরসভার উত্তর রাঙামাটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মুহাম্মদ সরোয়ার উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি। প্রধান আলোচক ছিলেন ফটিকছড়ি পৌরসভার মেয়র ইসমাইল হোসেন। বক্তব্য দেন মাস্টার মো. হারুন, অ্যাডভোকেট খায়রুল বশর, অ্যাডভোকেট উত্তম কুমার মহাজন, অ্যাডভোকেট জহুরুল ইসলাম, জসিম উদ্দীন, একরামুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এ কে আজাদ বাবুল, শাহেদুল আলম শাহেদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি জামাল উদ্দীন, রায়হান রুপু প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা