kalerkantho

বুধবার । ৫ কার্তিক ১৪২৭। ২১ অক্টোবর ২০২০। ৩ রবিউল আউয়াল ১৪৪২

সংক্ষিপ্ত

পানছড়িতে ভারতীয় রুপিসহ আটক ২

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি   

২২ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে



পানছড়িতে ভারতীয় ৪০ হাজার রুপি ও বিদেশি মালামালসহ দুজনকে আটক করেছেন ৩২ বিজিবি রূপসেন পাড়া ক্যাম্পের সদস্যরা। আটক সুমন চাকমা (৩৫) ও জীবন চাকমা (২৮) উপজেলার সীমানাপাড়া গ্রামের প্রফুল্ল চাকমা ও রাজেন্দ্র চাকমার সন্তান।

রূপসেন পাড়া ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মো. মোসলেম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সীমানাপাড়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের হেফাজতে থাকা ৪০ হাজার ভারতীয় রুপি, ২৮ হাজার বাংলাদেশি টাকা ও ভারতীয় মালামাল জব্দ করা হয়। তাঁদের পানছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

পানছড়ি থানা অফিসার ইনচার্জ মো. নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বৃহস্পতিবার জানান, এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য



সাতদিনের সেরা