kalerkantho

রবিবার । ১২ আশ্বিন ১৪২৭ । ২৭ সেপ্টেম্বর ২০২০। ৯ সফর ১৪৪২

উড়িরচর পরিদর্শনে জেলা প্রশাসনের কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

২১ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসন্দ্বীপ উপজেলার উড়িরচর ইউনিয়নের সীমানা নির্ধারণে সরেজমিন ঘুরে দেখেছেন জেলা প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

জানা যায়,  ২০০৩ সালের পর ভয়াবহ বন্যায় ক্ষতবিক্ষত ইউনিয়নটির দুটি ওয়ার্ড বিচ্ছিন্ন হয়ে পড়ে। ইউনিয়নের সীমানা নির্ধারণের জন্য স্থানীয় সরকার শাখার উপপরিচালক ইয়াছমিন পারভীন তিবরীজি গত ১৪ নভেম্বর উড়িরচর পরিদর্শন করেন। এ সময় তিনি সীমানা জটিলতা নিরসনে দ্রুত ব্যবস্থা নেবেন বলে জানান।

স্থানীয়দের দাবি, স্বাধীনতার ৪৯ বছর পর ১৪ নভেম্বর প্রথমবারের মতো চট্টগ্রাম জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিদর্শন করলেন ইউনিয়নটি!

সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিদর্শী সস্বৌধী চাকমা বলেন, ‘উড়িরচর উপজেলার বিচ্ছিন্ন দ্বীপে অবস্থিত। সেই কারণে হয়তো এতদিন জেলা প্রশাসনের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার আগমন ঘটেনি সেখানে।’

মন্তব্যসাতদিনের সেরা