kalerkantho

শুক্রবার । ০৬ ডিসেম্বর ২০১৯। ২১ অগ্রহায়ণ ১৪২৬। ৮ রবিউস সানি ১৪৪১     

শিক্ষকদের নীল দল গঠন নোবিপ্রবিতে

নোবিপ্রবি প্রতিনিধি   

২০ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমহান মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আওয়ামীপন্থী শিক্ষকরা নীল দল গঠন করেছেন। সোমবার বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে সাধারণ সভায় নীল দল গঠনের প্রস্তাব পাস হয়।

সহকারী অধ্যাপক মো. মজনুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন প্রক্টর ড. নেওয়াজ মো. বাহাদুর, ড. ফিরোজ আহমেদ, ড. আবদুল মমিন সিদ্দিকী, ড. আনোয়ার হোসেন, মো. রুবেল মিয়া, মোহাইমিনুল ইসলাম সেলিম প্রমুখ।

প্রক্টর অধ্যাপক নেওয়াজ মো. বাহাদুর বলেন, ‘সবার সম্মতিতে বঙ্গবন্ধুর আদর্শের শিক্ষকদের নিয়ে আমরা নীল দল গঠন করেছি। এ ব্যানারে শিক্ষক সমিতির নির্বাচনে অংশ নেব আমরা।’

মন্তব্যসাতদিনের সেরা