বুধবার । ১১ ডিসেম্বর ২০১৯। ২৬ অগ্রহায়ণ ১৪২৬। ১৩ রবিউস সানি
আগামী ২ ডিসেম্বর ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির ২২ বছর পূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী বর্ণিল কর্মসূচি গ্রহণ করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। চুক্তির সাফল্য ও অর্জন নিয়ে মেলার আয়োজন করা হয়েছে। থাকবে শোভাযাত্রা ও কনসার্ট। মঙ্গলবার জেলা পরিষদ মিলনায়তনে প্রস্তুতি সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরীর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন সেনাবাহিনীর খাগড়াছড়ি জোন কমান্ডার লে. কর্নেল আরাফাত হোসেন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, অতিরিক্ত জেলা প্রশাসক হাবিব উল্লাহ মারুফ, অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাউদ্দিন, উপজেলা চেয়ারম্যান শানে আলম, রিজিয়নের প্রতিনিধি জি-টু আই মেজর সালাউদ্দীন, জেলা পরিষদ সদস্য মংসুইপ্রু চৌধুরী অপু, খোকনেশ্বর ত্রিপুরা, খগেশ্বর ত্রিপুরা, সাংবাদিক চৌধুরী আতাউর রহমান ও জীতেন বড়ুয়া, জেলা পরিষদ চেয়ারম্যানের জনসংযোগ কর্মকর্তা চিংহ্লামং চৌধুরী প্রমুখ।
মন্তব্য