kalerkantho

রবিবার । ১৫ ডিসেম্বর ২০১৯। ৩০ অগ্রহায়ণ ১৪২৬। ১৭ রবিউস সানি                    

পুলিশের বেষ্টনীতে খাগড়াছড়িতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

খাগড়াছড়ি প্রতিনিধি   

১৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপেঁয়াজসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির বৃদ্ধির প্রতিবাদে খাগড়াছড়িতে পুলিশের বেষ্টনীর মধ্যে বিএনপির বিক্ষোভ সমাবেশ হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার বেলা ১১টায় দলীয় কার্যালয়ের সামনে ওই সমাবেশে বক্তারা বলেন, পেঁয়াজের পর সরকারের মন্ত্রী-এমপির মদদে চালসহ সব পণ্যের বাজার অস্থির হয়ে উঠেছে। অথচ সরকারের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই।

জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি প্রবীন চন্দ্র চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ভূঁইয়া ফরহাদ ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা।

মন্তব্যসাতদিনের সেরা