kalerkantho

শুক্রবার । ১৪ কার্তিক ১৪২৭। ৩০ অক্টোবর ২০২০। ১২ রবিউল আউয়াল ১৪৪২

চমেক হাসপাতালে লিফটে দুর্ঘটনায় বিএনপি নেতারা!

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

১৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনগরের পাথরঘাটা ট্র্যাজেডিতে আহতদের দেখতে গিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের লিফটে দুর্ঘটনার শিকার হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ দলটির কয়েকজন নেতা। বিএনপি নেতারা জানিয়েছেন, মেয়াদোত্তীর্ণ-ভাঙাচোরা লিফটটি চেইন ছিঁড়ে দোতলার কাছাকাছি থেকে নিচতলায় গিয়ে পড়ে। তবে তাঁরা অক্ষতভাবে লিফট থেকে বের হতে পেরেছেন।

সোমবার বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন আমীর খসরু মাহমুদ চৌধুরীর ব্যক্তিগত সহকারী মো. সেলিম।

তিনি জানান, হাসপাতালের পাঁচতলায় অর্থোপেডিক ওয়ার্ডে আহতদের দেখে নিচতলায় নামার জন্য লিফটে ওঠেছিলেন বিএনপি নেতারা। এঁদের মধ্যে ছিলেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, নগর বিএনপি সভাপতি ডা. শাহাদাত হোসেন, এম এ আজিজ, সাইফুল ইসলাম, ইয়াছিন চৌধুরী লিটনসহ ১২ নেতা।

তবে চমেক হাসপাতালের উপপরিচালক ডা. আখতারুল ইসলাম বলেন, ‘এমন কোনো ঘটনা ঘটেনি। ১৪ জন ধারণক্ষমতার লিফটে ২৬ জন উঠেছিল। বাড়তি লোকজনকে নামিয়ে দিয়েছেন লিফটম্যান। লিফটের চেইন ছিঁড়েনি, এখনো সচল আছে।’

মন্তব্য