kalerkantho

সোমবার । ১৬ ডিসেম্বর ২০১৯। ১ পোষ ১৪২৬। ১৮ রবিউস সানি                         

চট্টগ্রামে প্রাথমিক সমাপনীতে ১ লাখ ৩৭ হাজার পরীক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

১৮ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচট্টগ্রামে প্রাথমিক সমাপনীতে ১ লাখ ৩৭ হাজার পরীক্ষার্থী

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষাকেন্দ্রের বাইরে অভিভাবকের ভিড়। গতকাল নগরের বাওয়া স্কুলের সামনে। ছবি : কালের কণ্ঠ

প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষায় চট্টগ্রাম জেলা থেকে অংশ নিয়েছে এক লাখ ৩৭ হাজার ৩৫২ শিক্ষার্থী। মহানগরে পরীক্ষার্থী ৪৪ হাজার ৬৩১ জন। রবিবার সকাল সাড়ে ১০টায় পরীক্ষা শুরু হয়ে শেষ হয় দুপুর ১টায়। বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীরা অতিরিক্ত ৩০ মিনিট সময় পায়। ৩৫১ কেন্দ্রে পরীক্ষা হয়েছে। এ ছাড়া ইবতেদায়ী পরীক্ষায় অংশ নিয়েছে ২৬ হাজার ৬২৭ জন। ১৭৩ কেন্দ্রে ইবতেদায় পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রথম দিনের পরীক্ষা কোনো জটিলতা ছাড়াই সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম।

মন্তব্যসাতদিনের সেরা