বুধবার । ১১ ডিসেম্বর ২০১৯। ২৬ অগ্রহায়ণ ১৪২৬। ১৩ রবিউস সানি
ফটিকছড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার নানুপুর আবু সোবহান উচ্চ বিদ্যালয় মাঠে খেলা উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ মুজিবুল হক।
প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুহাম্মদ আব্দুস সালাম, জেবুন নাহার মুক্তা, আমান উল্লাহ চৌধুরী লিটন, মোহাম্মদ শাহনেওয়াজ, সৈয়দ মুহাম্মদ মাসুম, নেজাম উদ্দীন আহমেদ প্রমুখ।
উদ্বোধনী খেলায় খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা ক্রীড়া সংস্থা ফটিকছড়ি উপজেলার সমিতির হাট খেলোয়াড় সমিতিকে হারিয়ে বিজয়ী হয়।
মন্তব্য