kalerkantho

বৃহস্পতিবার । ৯ আশ্বিন ১৪২৭ । ২৪ সেপ্টেম্বর ২০২০। ৬ সফর ১৪৪২

ফেনীতে ব্লাড ডোনার ক্লাব উদ্বোধন

ফেনী প্রতিনিধি   

১৫ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেহাসপাতালে কেউ রক্তদাতাদের হয়রানি করলে তাঁকে জানানোর অনুরোধ করেছেন সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান। বুধবার ফেনী শহরের মিজান রোডে গ্র্যান্ড হক টাওয়ার ব্লাড ডোনার ক্লাব উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। হক টাওয়ার ব্যাবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হোসেন শাহীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সহিদান ও সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠান উদ্বোধন করেন বিএমএ ফেনী শাখার সভাপতি ডা. সাহেদুল ইসলাম কাওসার। বিশেষ অতিথি ছিলেন ফেনী মডেল থানার ওসি আলমগীর হোসেন, ফেনী প্রেস ক্লাব সভাপতি আসাদুজ্জামান দারা, ফেনী শহর ব্যাবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ইকবাল আলম প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা