kalerkantho

বুধবার । ১১ ডিসেম্বর ২০১৯। ২৬ অগ্রহায়ণ ১৪২৬। ১৩ রবিউস সানি     

বিএনপির ‘গঠনতন্ত্র বিরোধী’ কমিটির প্রতিবাদ

নোয়াখালী প্রতিনিধি   

১৪ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকোম্পানীগঞ্জে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ ঘোষিত ‘অগণতান্ত্রিক ও গঠনতন্ত্র পরিপন্থী’ কমিটি বাতিলের দাবিতে বুধবার সকালে মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিল বসুরহাট বাজারের কলেজ গেট থেকে শুরু করে পুরো বাজার প্রদক্ষিণ করে। পরে সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আলম সিকদার ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা হুমায়ুন কবির পলাশ প্রমুখ।

বক্তারা বলেন, মওদুদ আহমেদ মুখে গণতন্ত্রের কথা বললেও তিনি নিজ উপজেলায় তাঁর ব্যক্তিগত সহকারী দিয়ে কমিটি ঘোষণা করেছেন। তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে কোনো প্রকার আলোচনা না করে এবং তৃণমূলের মতামত উপেক্ষা করে তিনি স্বৈরাচারীভাবে ওই কমিটি ঘোষণা করেন।

 

মন্তব্যসাতদিনের সেরা