kalerkantho

বুধবার । ১৭ অগ্রহায়ণ ১৪২৭। ২ ডিসেম্বর ২০২০। ১৬ রবিউস সানি ১৪৪২

‘চেতনার অভিমুখে’র মোড়ক উন্মোচন

১০ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে‘চেতনার অভিমুখে’র মোড়ক উন্মোচন

বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের প্রধান উপদেষ্টা প্রয়াত শিল্পপতি প্রদীপ দাশ রচিত ‘চেতনার অভিমুখে যাত্রা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও স্মারক বক্তৃতামালা অনুষ্ঠান শুক্রবার নগরের চেরাগী পাহাড়ে সুপ্রভাত স্টুডিও হলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সরোজ কান্তি সিংহ হাজারী। সভাপতিত্ব করেন এডেসান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তিনকড়ি চক্রবর্তী। অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত উপ-সচিব দিলীপ কুমার চৌধুরী। প্রধান বক্তা ছিলেন অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। বক্তব্য দেন দিলীপ কুমার ভট্টাচার্য, দেশপ্রিয় চৌধুরী বিনয়, অধ্যাপক বনগোপাল চৌধুরী, অধ্যাপক শিপুল কুমার দে প্রমুখ।

অধ্যাপক সরোজ কান্তি সিংহ হাজারী বলেন, ‘মানবজীবনের সবচেয়ে বড় অর্জন হল মহৎ কর্ম। মৃত্যুর পরও মানুষ তাঁর মহৎ কর্মগুণে অমরত্ব লাভ করে।’ বিজ্ঞপ্তি

মন্তব্যসাতদিনের সেরা