kalerkantho

বুধবার । ১৭ অগ্রহায়ণ ১৪২৭। ২ ডিসেম্বর ২০২০। ১৬ রবিউস সানি ১৪৪২

‘নবীজীর শুভাগমন বিশ্ববাসীর রহমত’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

১০ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে‘নবীজীর শুভাগমন বিশ্ববাসীর রহমত’

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নগরের লালদিঘি ময়দানে বিশ্ব সুন্নি আন্দোলনের সমাবেশ। ছবি : কালের কণ্ঠ

মহান ঈদে আজম উদযাপন উপলক্ষে বিশ্ব সুন্নি আন্দোলনের মহাসমাবেশ নগরের লালদিঘি ময়দানে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন শায়খুল হাদিস পীরে তরিকত আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ। সভাপতিত্ব করেন সুন্নি আন্দোলনের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াত। তিনি বলেন, ‘প্রিয় নবীর শুভাগমন সত্য-জীবন ও মানবতার অতুলনীয় মহা ঈদ ঈদে আজম। খেলাফতে ইনসানিয়াতই মহান ঈদে আজমের লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়ন ও আলোকপ্রবাহ জারি রাখার একমাত্র পথ।’

 

মন্তব্যসাতদিনের সেরা