kalerkantho

বুধবার । ১০ অগ্রহায়ণ ১৪২৭। ২৫ নভেম্বর ২০২০। ৯ রবিউস সানি ১৪৪২

শোকসভায় বক্তারা

অন্যায়ের সঙ্গে কখনো আপস করেননি বাদল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

১০ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচট্টগ্রাম কলেজের প্রাক্তন ছাত্র বীর মুক্তিযোদ্ধা মঈনউদ্দিন খান বাদল এমপির ইন্তেকালে চট্টগ্রাম কলেজ ফাউন্ডেশনের শোকসভা মেট্রোপোল চেম্বারে গতকাল শনিবার ফাউন্ডেশনের কার্যকরী সভাপতি ও সাবেক কাউন্সিলর শহীদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

ফাউন্ডেশনের সচিব কবি শারুদ নিজামের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট কলামিস্ট সাখাওয়াত হোসেন মজনু, ফাউন্ডেশনের কার্যকরী সভাপতি মোরশেদ জাফর, সংগঠক শাহ আলম নিপু, মো. নুরুল আনোয়ার চৌধুরী, আবৃত্তিকার রিজওয়ানুর রহমান খান, আশরাফ হোসেন খান সুজন, মো. মনিরুল ইসলাম, অধ্যাপক মর্জিনা আখতার, আহমেদ উল আলম চৌধুরী রাসেল, মো. জিয়াউল আলম, মোহাম্মদ আবদুল কুদ্দুস, মো. আনোয়ার শহীদ ফরহাদ, মোহাম্মদ ওবায়দুর রহমান, আনিসুর রহমান, গাজী মেসবাহ, রিয়াজুল ইসলাম, মো. মাছুম উদদৌলা, জাকারিয়া প্রমুখ।

বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে মঈন উদ্দিন খান বাদলের অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে। তিনি কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি।

মন্তব্য