kalerkantho

রবিবার । ১২ আশ্বিন ১৪২৭ । ২৭ সেপ্টেম্বর ২০২০। ৯ সফর ১৪৪২

তাবলিগ জামাতের ১৪ জন ভর্তি হাসপাতালে

নোয়াখালী প্রতিনিধি   

৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনোয়াখালীর কবিরহাটে তাবলিগ জামাতের এক সাথির বিরুদ্ধে অন্য ১৪ সাথিকে অচেতন করে চুরির অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার বাটইয়া ইউনিয়নের ভূঞারহাট জামে মসজিদে এ ঘটনা ঘটে। গতকাল সকালে অসুস্থ ১৪ জনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, তাবলিগ জামাতের ১৪ জন সদস্য হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাঁরা সবাই আশঙ্কামুক্ত। কবিরহাট থানার ওসি মির্জা মোহাম্মদ হাসান বলেন, দুই দিন আগে ঢাকার কাকরাইল মসজিদ থেকে তাবলিগ জামাতের ১৫ জন সদস্য এখানে আসেন। বৃহস্পতিবার রাতে ভাতের সঙ্গে পাতলা ডাল খেয়ে সবাই অচেতন হয়ে পড়েন। এ ঘটনায় তাবলিগ জামাতের সদস্য রুবেল (ময়মনসিংহ) পলাতক।

মন্তব্যসাতদিনের সেরা