kalerkantho

বৃহস্পতিবার । ২১ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৪ জুন ২০২০। ১১ শাওয়াল ১৪৪১

সংক্ষিপ্ত

১২ নভেম্বর থেকে ফার্নিচার মেলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

৮ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআগামী ১২ নভেম্বর নগরের জিইসি কনভেনশনে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী ফার্নিচার মেলা। চট্টগ্রাম বিভাগীয় ফার্নিচার ব্যবসায়ী সমিতি ১১তম এই মেলার আয়োজন করেছে। এবারের মেলার স্লোগান ‘আমরা বৃদ্ধাশ্রম চাই না’।

মেলা বর্ণাঢ্য ও আকর্ষণীয় করার জন্য ইভেন্ট ম্যানেজমেন্ট আইডিয়ার সঙ্গে চুক্তি করেছে ফার্নিচার ব্যবসায়ী সমিতি। সম্প্রতি নগরের একটি রেস্টুরেন্টে চুক্তি সম্পাদন অনুষ্ঠানে স্বাক্ষর করেন ফার্নিচার ব্যবসায়ী সমিতির চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এ এস এম নুরুদ্দিন এবং আইডিয়া ইভেন্ট ম্যানেজমেন্টের সিইও রবিউল মোরশেদ নিপু। উপস্থিত ছিলেন মেলা কমিটির সদস্য শাহিনুল হক টুটুল, মো. রাশেদুল ইসলাম, মো. মহিউদ্দিন, মেলা ডিজাইন অ্যান্ড প্ল্যানিং কমিটির মো. ইলিয়াস, মো. নঈম উদ্দিন নোমন প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা