kalerkantho

মঙ্গলবার । ১৬ অগ্রহায়ণ ১৪২৭। ১ ডিসেম্বর ২০২০। ১৫ রবিউস সানি ১৪৪২

‘বাদলের অবদান জাতি চিরকাল স্মরণ করবে’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

৮ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচট্টগ্রাম-৮ আসনের টানা তিনবারের সংসদ সদস্য, জাসদের (একাংশ) কার্যকরী  সভাপতি, বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, মুক্তিযোদ্ধা মঈনউদ্দিন খান বাদলের মৃত্যুতে বিভিন্ন মহল শোক জানিয়েছে।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেন, ‘মহান মুক্তিযুদ্ধসহ নানা গণতান্ত্রিক আন্দোলনে তাঁর অবদান জাতি চিরকাল স্মরণ করবে।’

সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘সাম্প্রদায়িকতা ও মৌলবাদের সঙ্গে তিনি কখনো আপস করেননি।’

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, ‘জাতি একজন দক্ষ পার্লামেন্টারিয়ানকে হারাল।’

সরকারের প্রতি দাবি জানিয়ে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান ফেসবুকে লিখেন, ‘ডিসেম্বরের মধ্যেই কালুরঘাটে নতুন সেতুর কাজ শুরু করুন। এতে তাঁর আত্মা শান্তি পাবে।’

আরো শোক জানিয়েছেন সেক্টর কমান্ডার্স ফোরাম-মুক্তিযুদ্ধ’ ৭১ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার, চট্টগ্রাম জেলা সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টু ও সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী, মহানগর সভাপতি মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরী বাবুল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বি কে বিশ্বাস বিপ্লব, সাতকানিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মো. আয়ুব চৌধুরী প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা