kalerkantho

মঙ্গলবার । ১৬ অগ্রহায়ণ ১৪২৭। ১ ডিসেম্বর ২০২০। ১৫ রবিউস সানি ১৪৪২

রেলওয়ের উচ্ছেদ অভিযানে হামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

৮ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরেলওয়ে পূর্বাঞ্চলের পাহাড়তলীতে উচ্ছেদ অভিযানে হামলা ও পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে বুলডোজারচালক আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে পাহাড়তলীর আমবাগানে এ ঘটনা ঘটে।

প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালেও রেলওয়ের জায়গা উদ্ধারে অভিযান চালায় ভূ-সম্পত্তি বিভাগ। আমবাগানের আশপাশে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। দুপুরে রেলওয়ের কর্মকর্তারা খাবার খেতে গেলে, হঠাৎ বুলডোজার লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে দখলদাররা। এতে বুলডোজারের সামনের জানালা ভেঙে যায়। আহত হন চালক। খবর পেয়ে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপস্থিত হলে দখলদাররা সটকে পড়ে।

রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. মাহবুবুল করিম হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা