kalerkantho

বৃহস্পতিবার । ১৪ নভেম্বর ২০১৯। ২৯ কার্তিক ১৪২৬। ১৬ রবিউল আউয়াল ১৪৪১     

দুস্থদের সেবায় এগিয়ে আসার আহ্বান

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি   

২৪ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদুস্থদের সেবায় এগিয়ে আসার আহ্বান

হাটহাজারীতে বিনা মূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা লায়ন গভর্নর কামরুন মালেক। ছবি : কালের কণ্ঠ

দুস্থ মানুষের সেবায় এবং শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন লায়ন্স গভর্নর কামরুন মালেক।

হাটহাজারীর ধলইতে রবিবার দিনব্যাপী চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ফেদাই চৌধুরী মাদরাসা ময়দানে এই ক্যাম্পের আয়োজন করে ডা. সেকান্দর শাহ ফাউন্ডেশন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব কসমো ভ্যালির প্রেসিডেন্ট আবদুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন লায়ন্স ক্লাবের সেক্রেটারি জি কে লালা, ট্রেজারার আশরাফুল আলম আরজু, মা ও শিশু হাসপাতালের সহসভাপতি এস এম মোরশেদ হোসেন ও চর্মরোগ বিভাগের প্রধান ডা. শামসুন নাহার, উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য শাহনেওয়াজ চৌধুরী, ডা. সেকান্দর শাহ ফাউন্ডেশনের সদস্য সচিব আরিচ আহমেদ শাহ, লায়ন ইয়াসিন ফারুক, খোরশেদ আলম, টিপু সুলতান চৌধুরী, সমাজসেবক আমিন শরীফ প্রমুখ।

 

মন্তব্যসাতদিনের সেরা