kalerkantho

বৃহস্পতিবার । ১৪ নভেম্বর ২০১৯। ২৯ কার্তিক ১৪২৬। ১৬ রবিউল আউয়াল ১৪৪১     

দুর্ঘটনামুক্ত নিরাপদ সড়ক দাবি

দ্বিতীয় রাজধানী ডেস্ক   

২৩ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে‘জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়’ স্লোগানে মঙ্গলবার বিভিন্ন স্থানে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত :

খাগড়াছড়ি : পৌর টাউন হল প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে সভায় খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সল, পৌর মেয়র রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার শাহনেওয়াজ বক্তব্য দেন। এতে স্থানীয় পরিবহন মালিক ও চালক সংগঠনের নেতারা অংশ নেন।

কাউখালী (রাঙামাটি) : নিরাপদ সড়ক চাই কাউখালী শাখা উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে মো. আফসারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিংবাইউ মারমা। উপস্থিত ছিলেন কাউখালী থানার ওসি মো. শহীদ উল্লা, কাউখালী বিআরডিবির চেয়ারম্যান বেলাল উদ্দিন প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা